তিনটি ছবির মধ্যে প্রথমটি তে দীপিকা লিখেছেন, 'ইয়ে হাম হ্যায়'। দ্বিতীয় ছবিটিতে তিনি লিখেছেন, ' ইয়ে হামারা ঘোড়া হ্যায়।' তৃতীয় ছবিতে তিনি লিখেছেন,'অর ইয়ে হামারি পাওরি হো রাহি হ্যায়'। দীপিকা এই ছবিটি মধ্যেই ভাইরাস সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং 'অর ইয়ে হামারি পাওরি হো রাহি হ্যায়'। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি পোস্ট করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।
একটি মন্তব্য পোস্ট করুন